গাজীপুরে ঠিকাদারকে চেয়ারম্যানের মারধর
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরে রাস্তা নির্মাণ কাজে চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধরের অভিযোগ পাওয়া গেছে এক চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ঠিকাদার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহায়তায় উদ্ধার পান। রোববার সকালে সদর উপজেলা বাড়িয়া ইউনিয়নের খাতিয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত চেয়ারম্যানের নাম হাবিবুর রহমান হাবিব। তিনি সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে বহিষ্কৃত।
ভুক্তভোগী ঠিকাদার সেলিম হোসেন জানান, দুই মাস আগে এ রাস্তার কাজ শুরু করার সময় হাবিব চেয়ারম্যান তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। মাটিসহ বিভিন্ন মালামাল সাপ্লাইয়ের প্রস্তাবও দেন তিনি। একপর্যায়ে সেলিম এক লাখ টাকা দেন তাকে। এরপরও তিনি বিভিন্ন সময় আরও টাকা দাবি করতে থাকেন। মঙ্গলবার দুপুরে কাজ পরিদর্শনে গেলে চেয়ারম্যান হাবিব তার কাছে ফের চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় চেয়ারম্যান ও তার গাড়িচালক সবুজ তাকে বেধড়ক মারধর করেন। চেয়াম্যান তার পিস্তল বের করে গুলি করতে উদ্যত হলে সেলিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় তিনি ৯৯৯ এ ফোন দেন। এ ঘটনায় তিনি জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করে হাবিবুর রহমান জানান, তিনি বর্ষার আগেই রাস্তার কাজ শেষ করে চলাচলের উপযোগী করতে ঠিকাদারকে তাগাদা দেন। রাস্তার কাজ নিয়ে কথা কাটাকাটি হয়েছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি।
