১২ শর্তে এমপিও পাবেন ডিগ্রি তৃতীয় শিক্ষক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বেসরকারি ডিগ্রি কলেজের তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ১২টি দিক যাচাই করে এই তালিকা করা হবে। সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস এ পদক্ষেপ নেবে। ১২ শর্তের মধ্যে আছে- শিক্ষাপ্রতিষ্ঠানটির ডিগ্রিস্তর এমপিওভুক্ত থাকতে হবে; নীতিমালা অনুযায়ী শিক্ষকের নিয়োগকালীন কাম্য যোগ্যতা এবং বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মরত থাকা; নিয়োগ করা হয়নি এমন প্রতিষ্ঠানে নতুনভাবে কোনো তৃতীয় শিক্ষক নিয়োগ করা যাবে না; কলেজে নিয়োগ থেকে নিরবচ্ছিন্নভাবে ও ধারাবাহিকভাবে কর্মরত থাকতে হবে, নিয়োগ প্রক্রিয়ার কাগজপত্রে স্নাতক (পাশ) স্তর তৃতীয় শিক্ষক হিসাবে নিয়োগের প্রমাণ, অনার্স-মাস্টার্স পর্যায়ের কোনো শিক্ষকের যুক্ত করা যাবে না; নিয়োগ নিষেধাজ্ঞা থাকায় সদ্য সরকারীকৃত কোনো কলেজের শিক্ষককে এমপিওভুক্ত করা হবে না; সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ অধিভুক্ত থাকতে হবে; প্রযোজ্য ক্ষেত্রে এনটিআরসিএ’র সনদ থাকতে হবে; উল্লিখিত শর্ত পূরণ করে কোনো প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের নামের তালিকা পাঠালে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা; আঞ্চলিক কার্যালয় থেকে শিক্ষকদের নামের তালিকা যাচাই করে নিশ্চিত হয়ে নিজস্ব দপ্তরে জেলাভিত্তিক তালিকা প্রণয়ন করে মাউশিতে পাঠাতে হবে।
