Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

নন-ক্যাডার নিয়োগে আগের নিয়ম চান চাকরিপ্রার্থীরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নন-ক্যাডার নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন ৪০তম বিসিএসের অপেক্ষমাণ নন-ক্যাডার প্রার্থীরা। তারা আগের নিয়ম বহাল চান। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এ সময় চাকরিপ্রার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

পিএসসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যাও উল্লেখ থাকবে। তবে চলমান ৪০, ৪১, ৪৩ ও ৪৪তম বিসিএসের ক্ষেত্রে শূন্য পদের চাহিদা এসেছে, তা পর্যালোচনা করে মেধার ভিত্তিতে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হবে। প্রসঙ্গত, ৪০তম বিসিএস থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার কথা জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে গত ২৩ আগস্ট চিঠি দেয় পিএসসি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম