Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ট্যুরিস্ট পুলিশের প্রধান হলেন ডিআইজি হাবিবুর রহমান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) পদে পদোন্নতি দিয়েছে সরকার। একই সঙ্গে তাকে টুরিস্ট পুলিশের প্রধানের (চলতি দায়িত্ব) দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে টুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্বে ছিলেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। বর্তমানে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রধানের দায়িত্বে আছেন। ১৬ আগস্ট এক প্রজ্ঞাপনে তাকে সিআইডি এ দায়িত্ব দেয় সরকার। এরপর থেকে টুরিস্ট পুলিশের প্রধানের পদটি শূন্য।

২০১৯ সালের ১৬ মে হাবিবুর রহমান ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসাবে দায়িত্ব পান। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের ডিআইজি প্রশাসনের দায়িত্বে ছিলেন। সোমবারের পদোন্নতির কারণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসাবে একধাপ এগিয়ে গেলেন বলে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মনে করছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম