Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

শেয়ারবাজারে কারসাজি

আবুল খায়ের হিরুর আরও দেড় কোটি টাকা জরিমানা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পুঁজিবাজারে কারসাজির দায়ে বহুল সমালোচিত আবুল খায়ের হিরুর আরও দেড় কোটি টাকা জরিমানা করা হয়েছে। সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার নিয়ে কারসাজির কারণে এ জরিমানা করা হয়। বিএসইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আবুল খায়ের হিরু সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার। হিরু এবং তার সহযোগীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসির সিদ্ধান্তে জানানো হয়, আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯-এর সেকশন ১৭-এর (ই) (৫) (৩) (২) ভঙ্গের জন্য মো. আবুল খায়ের এবং তার সহযোগীদের মোট ১ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে চলতি বছরের আগস্টে বিডিকম অনলাইন, ওয়ান ব্যাংক, ফরচুন শু, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ও ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির অভিযোগে আবুল খায়ের হিরুসহ তার সহযোগীদের (স্ত্রী কাজী সাদিয়া হাসান, বাবা আবুল কালাম মাতবর, বোন কনিকা আফরোজ, শ্যালক কাজী ফরিদ হাসান, তার কোম্পানি মোনার্ক হোল্ডিং, ডিআইটি কো-অপারেটিভ এবং দেশ আইডিয়াল ট্রাস্ট) মোট ১০ কোটি ৮৯ লাখ টাকা জরিমানা করে বিএসইসি।

বিএসইসি সূত্রে জানা গেছে, অধিক পরিমাণ শেয়ার কেনাবেচার মাধ্যমে মো. আবুল খায়ের এবং তার সহযোগীরা একে অপরের সহযোগিতায় আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার দাম কৃত্রিমভাবে বাড়িয়েছেন। গত দুই বছরের মধ্যে আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারের দামে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। বিশেষ করে, ২০২১ সালের ১২ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দাম দুই বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে।

তবে এরপর থেকেই ধারাবাহিকভাবে বাড়তে শুরু করে কোম্পানিটির শেয়ারের দাম। এ সময়ের মধ্যে পুঁজিবাজারে ভালো মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারের দাম কমলে আইপিডিসির শেয়ার কারসাজির কারণে সর্বোচ্চ অবস্থানে উঠেছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম