Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

আবারও সিটির কাছে চেলসির হার

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

২০ মাসের মধ্যে তিনটি শিরোপা জিতিয়েও চেলসি ছাঁটাই করেছিল টমাস টুখেলকে। গত সেপ্টেম্বরে তাকে বিদায় করে গ্রাহাম পটারের হাতে তুলে দেওয়া হয় ব্ল–জদের দায়িত্ব। পটারের কোচিংয়েও ঘোরতর দুঃসময় কাটছে না চেলসির। ইংলিশ প্রিমিয়ার লিগের দশে নেমে যাওয়ার পর রোববার রাতে হলান্ড ও ডি ব্রুইনাবিহীন ম্যানসিটির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে চেলসি। রিয়াদ মাহরেজের জোড়া গোলের পাশাপাশি চেলসির জাল কাঁপান ফিল ফোডেন ও হুলিয়ান আলভারেজ। চারদিনের মধ্যে দুবার সিটির কাছে হেরে এখন চাকরি বাঁচানোই দায় চেলসি কোচ পটারের। ম্যাচ চলাকালীন সাবেক কোচ টুখেলের নামে স্লোগান দিয়েছেন চেলসির সমর্থকরা। সিটি কোচ পেপ গার্দিওলা অবশ্য দুঃসময়ে তার পাশে দাঁড়িয়ে বলেছেন, আরও সময় প্রয়োজন পটারের।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম