টঙ্গীতে শিশুদের টিকা সংকট
উদ্বিগ্ন অভিভাবকরা
টঙ্গী পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী আঞ্চলিক জোন-১এর স্বাস্থ্য বিভাগে শিশুদের বিভিন্ন মারাত্মক রোগের প্রতিষেধক টিকার চরম সংকট দেখা দিয়েছে। গত তিন মাস ধরে পেন্টাভ্যালেন্ট, বিসিজি, ওপিভি, আইপিভি ও পিসিভি টিকা মিলছে না। প্রতিদিনই স্বাস্থ্য ও টিকাদান কেন্দ্রো দিতে শিশুদের নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু টিকা না পেয়ে অভিভাবকরা নিরাশ ও হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। টিকা না পেয়ে নবজাতক শিশুদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।
বৃহস্পতিবার গাসিক স্বাস্থ্য বিভাগ ঘুরে জানা গেছে, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় জন্মের এক বছরের মধ্যে শিশুদের বিভিন্ন মারাত্মক রোগের প্রতিষেধক হিসেবে বিসিজি (ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন), পেন্টাভ্যালেন্ট-১, ২, ৩; ওপিভি (ওরাল পোলিও ভ্যাকসিন)-১, ২, ৩; পিসিভি (নিউমোক্কাল কনজুগেট ভ্যাকসিন)-১, ২, ৩, আইপিভি (ইনঅ্যাকটিভেটেড পোলিও মাইলাইটিস ভ্যাকসিন), এমআর’র (হাম-রুবেলা) টিকা দেওয়া হয়। এগুলোর মধ্যে পেন্টাভ্যালেন্ট একটি সমন্বিত টিকা যা ডিপথেরিয়া, পের্টুসিস (হুপিংকাশি), হেপাটাইটিস-বি, টিটেনাস (ধনুষ্টঙ্কার), নিউমোনিয়া (ফুসফুসের প্রদাহজনিত রোগ) ও মেনিনজাইটিস (মস্তিষ্কপর্দার প্রদাহ) এর মতো মারাত্মক রোগ থেকে রক্ষা পেতে নবজাতককে সাহায্য করে। এসব টিকা না পেয়ে শিশুর অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন।
এবিষয়ে কামাল শেখ নামে এক অভিভাবক ক্ষোভের সঙ্গে জানান, গত তিন মাস যাবত গাসিক স্বাস্থ্য বিভাগসহ টঙ্গীর কোথাও নবজাতকের মারাত্মক রোগের প্রতিষেধক পেন্টাভ্যালেন্ট, বিসিজি, ওপিভি, আইপিভি, পিসিভি টিকা নেই। আমি আমার ছেলের জন্য পেন্টাভ্যালেন্ট, বিসিজি টিকা কিনতে চেয়েও পাইনি। এদিকে শিশু শাহাদাত হোসেন সাদের পিতা সাগর হোসেন জানান, ১৬ মার্চ তার ছেলের দ্বিতীয় ডোজ দেওয়ার তারিখ ছিল। কিন্তু সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন টিকাদান কেন্দ্রে ঘুরেও টিকা দিতে পারেননি।
এব্যাপারে যোগাযোগ করা হলে গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী জোন-১এর স্যানেটারি ইন্সপেক্টর মো. আরসাদ হোসেন বলেন, গত দুই-তিন মাস যাবত পেন্টাভ্যালেন্ট, ওপিভি, পিসিভি ও বিসিজি টিকা পাওয়া যাচ্ছে না। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আমাদের স্বাস্থ্য কেন্দ্রে আসা শিশুদের টিকা দেওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি গাজীপুর সিভিল সার্জন অফিসে জানানো হয়েছে।
