Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সাবেক স্ত্রীকে ফাঁসাতে চেক ডিজঅনার মামলা জরিমানা ১০ লাখ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবেক স্ত্রীর বিরুদ্ধে করা চেক ডিজঅনার মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মামলার বাদী রফিকুল ইসলাম এবং আসামি তার সাবেক স্ত্রী সাদিয়া আফরিন।

আদালত আসামির করা আপিল মঞ্জুর করে চেকে বর্ণিত ২৪ লাখ টাকার অর্ধেক ১২ লাখ টাকা ১০ দিনের মধ্যে আসামিকে ফেরত দিতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন। জরিমানা করা ১০ লাখ টাকা আসামি সাদিয়াকে ৩ মাসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। মামলার বাদী তার সাবেক স্বামী রফিকুল ইসলামকে এ টাকা পরিশোধ করতে হবে। এছাড়া খালাস পেয়েছেন সাদিয়া।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম