ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মন্ত্রিসভায় সিদ্ধান্তের পর ঈদুল আজহার ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২৭ জুন সাধারণ ছুটি ঘোষণা করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ২৭ জুন ছুটি অনুমোদন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ব্রিফিংয়ে ছুটির সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান। এই ছুটিতে ঈদে এবার ২৭-৩০ জুন চারদিন বন্ধ থাকছে সরকারি দপ্তরগুলো। তবে ১ জুলাই শনিবার হওয়ায় আরেকদিন বাড়তি ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
