Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

এশিয়ার সেরা ২শ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি ও নর্থ সাউথ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুক্তরাজ্যভিত্তিক ম্যাগাজিন টাইমস হায়ার এডুকেশন ‘এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৩’-এ এশিয়ার সেরা ২০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় ১৮৬তম স্থান অর্জন করে দেশসেরা হয়েছে ঢাবি। আর ১৯২তম স্থান অর্জন করে র‌্যাঙ্কিংয়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)।

এশিয়ার ৩১টি দেশের মোট ৬৬৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের র‌্যাঙ্কিং করা হয়েছে। তবে ২০২২ সালের র‌্যাঙ্কিংয়ের সঙ্গে তুলনায় ২০২৩ সালে ঢাবির অবস্থানের উন্নতি হয়েছে। সেই সঙ্গে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক র‌্যাঙ্কিংও। গতবার এশিয়ার সেরা ২৫০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের নাম ছিল না।

২৫১-৩০০ গ্রুপে থেকে গতবারও দেশসেরা হয়েছিল ঢাবি। আর গতবারের তালিকায় না থাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবার সেরা ২শ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে। এ বছর ১৩টি পারফরম্যান্স ইন্ডিকেটরকে বিবেচনায় নিয়ে র‌্যাঙ্কিং করা হয়েছে।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্য চাইনিজ ইউনিভার্সিটি অব হংকংয়ে আয়োজিত এশিয়া ইউনিভার্সিটিসে অংশগ্রহণ করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য হিসাবে আমি আমাদের সাম্প্রতিক র‌্যাংকিংয়ের জন্য অত্যন্ত গর্বিত, যা আমাদের ক্রমাগত বৃদ্ধি ও অগ্রগতিকে প্রকাশ করে।

এশিয়ার ৬৬৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের মোট পাঁচটি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে, যার মধ্যে এনএসইউ’র অবস্থান দ্বিতীয়, যা এনএসইউকে বাংলাদেশের এক নম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরিণত করেছে।

এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করতে পাঁচটি নির্ণায়ক ব্যবহার করে-শিক্ষা, গবেষণা, উদ্ধৃতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও শিল্প আয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম