Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

অভিযানে আটক ৪

ফ্লাইওভারে ছিনতাইকারীদের গোপন ‘সুড়ঙ্গ’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে ছিনতাইকারীদের ‘সুড়ঙ্গ’সদৃশ একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। ওই আস্তানা থেকে তিন নারী ও এক পুরুষ ছিনতাইকারীকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। এই আস্তানা থেকে তারা নিয়মিত ছিনতাই করত।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ফ্লাইওভারে অভিযান চালায় পুলিশ। তখন আকবর (২২) নামের এক ছিনতাইকারী লাফিয়ে পড়ে আহত হয়। এর আগে বুধবার রাতে এই ছিনতাই চক্রের এক নারী সদস্যকে আটক করে পুলিশ। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক সুজন দেব যুগান্তরকে বলেন, বুধবার মগবাজার ফ্লাইওভারে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় আকবরকে ধরতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে ফ্লাইওভারের সুড়ঙ্গের মধ্যে পালায়। পরে সেখান থেকে দৌড়ে ফ্লাইওভারের কাওরানবাজার র‌্যাম্বো ক্রসিং এলাকায় লাফিয়ে পড়ে আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিকালে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

পুলিশ বলছে, ফ্লাইওভারের নিচের খালি জায়গাকে ছিনতাইকারীরা গোপন আস্তানা হিসাবে ব্যবহার করে আসছে। এই জায়গাটি একটা সুড়ঙ্গের মতো। ছিনতাইয়ের পর এখানে তারা লুকিয়ে থাকে, আর ফ্লাইওভারের নিচ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তারা ওই সুড়ঙ্গে বসে মাদক সেবন করে। ছিনতাইয়ের পর সেখানে লুকিয়ে থাকে। আকবরের সঙ্গে বৃহস্পতিবার তিন নারী ছিলেন। তাদের নাম নাসরিন, রানী ও শেফালী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম