Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

পবিত্র আখেরি চাহার শম্বা ১৩ সেপ্টেম্বর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৫ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুরু হয়েছে সফর মাস গণনা। সে হিসাবে ২৭ সফর অর্থাৎ ১৩ সেপ্টেম্বর পবিত্র আখেরি চাহার শম্বা পালিত হবে। সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. নজরুল ইসলাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আখেরি চাহার সোম্বা একটি আরবি ও ফার্সির শব্দ-যুগল। আরবি আখেরি অর্থ ‘শেষ’ এবং ফার্সি চাহার শম্বা-র অর্থ ‘বুধবার’। ১১ হিজরির শুরুতে মহানবি হজরত মুহাম্মদ (সা.) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে, নামাজের ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। ২৮ সফর মহানবি (সা.) কিছুটা সুস্থ হয়ে ওঠেন। দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার।

সুস্থবোধ করায় রাসুলুল্লাহ (সা.) গোসল করেন এবং শেষবারের মতো নামাজে ইমামতি করেন। মদিনাবাসী এ খবরে খুশিতে আত্মহারা হন, দলে দলে এসে নবি (সা.)কে একনজর দেখে যান। সাধ্যমতো দান-সাদকা করেন, শুকরিয়া নামাজ আদায় করেন, কেউ দাস মুক্ত করে দেন। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের মুসলমানরা রাষ্ট্রীয় ও ব্যক্তি উদ্যোগে এ দিনটি ধর্মীয় ভাবগম্ভীর্যের মাধ্যমে পালন করে থাকেন।

মানবতার মুক্তির দূত (সা.) পরদিনই আবার অসুস্থ হয়ে পড়েন। কয়েক দিন পর ১২ রবিউল আউয়াল ইহকাল ত্যাগ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম