Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

রাজশাহীতে ট্রেন লাইনচ্যুতে আহত ১০

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে তিতুমীর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় রাজশাহী অঞ্চলের সব রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সোমবার রাত সাড়ে ৯টার দিকে আড়ানী স্টেশন সংলগ্ন চকরপাড়া নামক রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ফারুক হোসেন, এনামুল হক জানান, রাজশাহী থেকে একটি কমিউটার ট্রেন আড়ানীর দিকে আসছিল। বিপরীত দিকে চিলাহাটী থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস আসছিল। এ সময় স্টেশস মাস্টার লাল পতাকা দিয়ে সংকেত দিলে তিতুমীর এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে আড়ানী স্টেশন পার হয়ে যায়। অপরদিকে রাজশাহী থেকে কমিউটার ট্রেন আড়ানীর দিকে আসছিল। এ সময় দুটি ট্রেন মুখোমুখি হয় যায়। উভয় ট্রেনের চালক সুকৌশলে চারশ’ গজ দূরে ট্রেন থামিয়ে দেন। এ সময় তিতুমীর এক্সপ্রেস এর চারটি বগি লাইনচ্যুত হয়। হুড়াহুড়ি করে নামতে গিয়ে ট্রেনের ভেতরে থাকা ১০ জন যাত্রী আহত হন।

তিতুমীর এক্সপ্রেসের চালক শাহ আলম জানান, বিপরীত দিক থেকে আসা ট্রেনের সংকেত আগে থেকে পাইনি। কিন্তু হঠাৎ করে লাল পতাকার সিগন্যাল দেয়া হলে স্টেশন পার হয়ে ট্রেন নিয়ন্ত্রণ করি। অপরদিকে আমাকে দেখে আরেকটি ট্রেন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। অল্পের জন্য উভয়ে রক্ষা পেয়েছি।

আড়ানী স্টেশন মাস্টার এসএম আবদুর রউফ জানান, আগে থেকে সিগন্যাল দেয়া হয়েছিল। কিন্তু ট্রেন স্টেশনে নিয়ন্ত্রণ করতে না পেরে চকরপাড়া রেল ক্রসিংয়ের কাছে গিয়ে নিয়ন্ত্রণ করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম