বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি পুনর্গঠন
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি) কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভায় পার্টিকে পুনর্গঠন করা হয়। পার্টির প্রধান উপদেষ্টা, সাবেক সচিব অ্যাডভোকেট ড. মুহাম্মদ শাহ আলম। কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নওশের আজাদ, ড. আমিন আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ এনায়েত আজাদ, অ্যাডভোকেট মুনাজ সুলতানা (মুন্নি)। সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মো. আব্দুল বাতেন খলিফা, মাওলানা মো. বদিউজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আসলাম শিকদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল হাসানকে নির্বাচিত করা হয়। সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম হাওলাদার (বরিশাল বিভাগ), মো. মশিউর রহমান (রংপুর বিভাগ), অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির (ঢাকা বিভাগ), অধ্যাপক এনামুল হোসেন (রাজশাহী বিভাগ), শাহজাহান গাজী (খুলনা বিভাগ), অধ্যক্ষ আব্দুস সামাদ আজাদ (ময়মনসিংহ বিভাগ), ইসমেত জেরিনকে পুনকেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা নির্বাচিত করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক অধ্যাপক আবুল বাসার ও সদস্য সচিব মো. রিয়াজ মাহমুদ। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক অধ্যাপক আনোয়ার হোসেন ও সদস্য সচিব বাবু প্রবীর মিস্ত্রী। ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি দেওয়া হয়। আগামী ৩ মাসের মধ্যে দলীয় কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
অতিথি ছিলেন সফিকুর রহমান, ডিআইজি (অব.) কো-চেয়ারম্যান বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি ও চেয়ারম্যান প্লাস্ট সলিউশন ইন্ডাস্ট্রিজ। ড. মুহাম্মদ ইউনুস আলী আকন্দ, সিনিয়র আইনজীবী, উপদেষ্টা বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি। এ পর্যন্ত কেএসপি’র ৩১ জেলা কমিটি, ১১৭টি উপজেলা কমিটি এবং ১৯টি পৌর কমিটি আছে। ওই কমিটি বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, নৌ-কমান্ডো, বীর প্রতীক নজরুল ইসলাম খোকন ও পার্টির মহাসচিব মো. ফোরকান আলী হাওলাদার অনুমোদন দেন। সংবাদ বিজ্ঞপ্তি।
