Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

এটিইউ’র জঙ্গি বিরোধী অভিযানে গ্রেফতার ৩

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জঙ্গি সংগঠনে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধ ও বৃহস্পতিবার পৃথক স্থানে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য ও আল্লাহর দল সংগঠনের ৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

এটিইউ’র পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, বুধবার রাতে জয়পুরহাটের পাঁচবিবি থানার ধুরইল এলাকা থেকে মুজাহিদুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬টি উগ্রবাদী বই, মোবাইল সেট ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। পরে মুজাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচবিবির কড়িয়া বাজার থেকে সাকির আহমদ নামে অপর সদস্যকে গ্রেফতার করা হয়। তিনি জয়পুরহাট পাঁচবিবির পাড়ইলের মাহবুব আলমের ছেলে।

ইউনিটটি আরও জানায়, বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন হাঁটুভাঙ্গা এলাকা ইউনুস আলীকে নামের একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইউনুস গাইবান্ধা পলাশবাড়ীর গৃধারীপুরের ইউসুফ আলী ছেলে। তিনি আল্লাহর দল সংগঠনটির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপণ্ন করাসহ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও প্রচেষ্টার অভিযোগে ২০১৭ সালে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম