Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সংবাদ সম্মেলনে আইএমএফ এমডি

ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নতুন মেঘ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার যুদ্ধের ব্যাপারে সতর্ক আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বৈশ্বিক অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব সম্পর্কে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এটি খুব স্পষ্ট, এ যুদ্ধ বৈশ্বিক অর্থনীতির জন্য রৌদ্রোজ্জ্বল কোনো নতুন দিগন্ত নয়। এটি একটি নতুন মেঘ, যা এ অঞ্চলের অর্থনীতিকে অন্ধকারাচ্ছন্ন করছে। যার কোনো প্রয়োজন ছিল না।

মরক্কোতে চলমান বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বার্ষিক সভা উপলক্ষ্যে বুধবার দেশটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি ইসরাইল-ফিলিস্তিনের যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতিতে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়বে, এ বিষয়ে আইএমএফ-এর প্রস্তুতি কী, তা নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হন। ৯ অক্টোবর থেকে সভা শুরু হয়েছে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এ যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলে, আমরা তা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। কীভাবে যুদ্ধ বিকশিত হচ্ছে, কীভাবে এটি বিশেষ করে তেলের বাজারকে প্রভাবিত করছে। জ্বালানি তেলের বাজারে কিছু উত্থানপতন দেখেছি। বাজারে অন্যান্য পণ্যের মধ্যেও কিছু প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, এ যুদ্ধের মাধ্যমে বিশ্ব একটি গুরুতর ধাক্কার সম্মুখীন হয়েছে। করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় বৈশ্বিক অর্থনীতি তছনছ হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য দেশগুলো এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। স্বল্পোন্নত দেশগুলোকে আরও সহায়তা করতে চায় আইএমএফ ও বিশ্বব্যাংক।

এজন্য সুদমুক্ত ঋণের তহবিল বাড়ানো হচ্ছে। জাপান এতে বড় অঙ্কের অর্থ সহায়তা দিতে সম্মত হয়েছে। তিনি বলেন, অর্থনৈতিকভাবে দুর্বল কিছু দেশ বৈশ্বিক ঋণ সংকটে পড়েছে। তাদের ঋণ পুনর্গঠন করার বিষয়ে আলোচনা চলছে। মূল্যস্ফীতি এখন বৈশ্বিক অর্থনীতিতে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সুদহার বাড়ানোর নীতি আরও দীর্ঘ সময় চলমান রাখতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম