Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

২৭ অক্টোবর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আগামী ২৭ অক্টোবর (শুক্রবার) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এতে জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ পবিত্র রবিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল মঙ্গলবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী ২৭ অক্টোবর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ইয়াজদাহম অর্থ এগারো, আর ফাতিহা অর্থ দোয়া করা। বড় পির হজরত আবদুল কাদের জিলানি (র.)-এর মৃত্যু (ওফাত) দিবস উপলক্ষ্যে মুসলমানদের দোয়া অনুষ্ঠানই হচ্ছে ফাতেহা-ই-ইয়াজদাহম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম