Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

স্মার্ট পার্কিং অ্যাপ কার্ড চালু করল ডিএনসিসি

Icon

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ল’ অ্যান্ড অর্ডার কোঅর্ডিনেশন কাউন্সিলকে (এলওসিসি) সঙ্গে নিয়ে প্রথমবারের মতো স্মার্ট পার্কিং অ্যাপ এবং পার্কিং কার্ড চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাজধানী ঢাকায় গাড়ি পার্কিং সুবিধায় পরিবর্তন আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএনসিসির সহযোগী পার্টনার হিসাবে রয়েছে মাস্টারকার্ড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। রাজধানীর গুলশানে ডিএনসিসির প্রধান কার্যালয়ে বুধবার এক অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। এছাড়া সংসদ-সদস্য ও ল’ অ্যান্ড অর্ডার কোঅর্ডিনেশন কাউন্সিলের (এলওসিসি) প্রেসিডেন্ট একেএম রহমতুল্লাহ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, সংসদ-সদস্য মোহাম্মদ আলী আরাফাত, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। ইসলামী ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম