Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

শহিদ নূর হোসেন দিবস আজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আজ ১০ নভেম্বর। শহিদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন শাসকের বিরুদ্ধে ঢাকার রাজপথে সংগ্রাম করতে গিয়ে আত্মাহুতি দেন নূর হোসেন। বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান ধারণ করে নূর হোসেনের মহান আত্মত্যাগের এ দিবসটি গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি বিরল ঘটনা। তার রক্তদানের মধ্য দিয়ে তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও বেগবান হয়।

দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে আজ সকাল ৯টায় রাজধানীর গুলিস্তানে শহিদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও তার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় ‘শহিদ নূর হোসেন দিবস’ যথাযথ মর্যাদার সঙ্গে পালনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া প্রতি বছর দিবসটি উপলক্ষ্যে রাজধানীর গুলিস্তানে শহিদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আসছিল বিএনপি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দলটি এবার কোনো কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ‘শহিদ নূর হোসেন দিবস’ উপলক্ষ্যে বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বাণী দিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম