Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

‘ওয়্যারড’-এর প্রতিবেদন

ফাঁস হলো বাংলাদেশিদের ব্যক্তিগত তথ্য

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আবারও ফাঁস হলো বাংলাদেশের মানুষের ব্যক্তিগত তথ্য। ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে নাগরিকের নাম, পেশা, রক্তের গ্রুপ, মা-বাবার নাম, ফোন নম্বর, বিভিন্ন ফোন কলে তিনি কত সময় কথা বলেছেন, গাড়ির নিবন্ধন নম্বর, পাসপোর্টের বিস্তারিত তথ্য ও আঙুলের ছাপের ছবি। বাংলাদেশি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) থেকে এসব তথ্য বেহাত হয়ে যায়। অজ্ঞাতপরিচয় হ্যাকাররা সেসব তথ্য চুরি করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিবিষয়ক সংবাদ সাময়িকী ‘ওয়্যারড’ বৃহস্পতিবার এ খবর দিয়েছে। তবে কত মানুষের তথ্য বেহাত হয়েছে তা জানা যায়নি।

ওয়্যারড-এর প্রতিবেদনে বলা হয়, এনটিএমসি তাদের ব্যবস্থার সঙ্গে যুক্ত একটি অরক্ষিত তথ্যভাণ্ডারের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে রেখেছিল। অজ্ঞাতপরিচয় হ্যাকাররা সেসব তথ্য চুরি করেছে। অরক্ষিত অবস্থায় থাকা ওই তথ্যভাণ্ডারের খোঁজ পেয়েছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ক্লাউডডিফেন্স ডটএআইর নিরাপত্তাবিষয়ক গবেষক ভিক্টর মারকোপোলোস। তিনি ওয়্যারডকে বলেন, ১২ নভেম্বর ওই তথ্যভাণ্ডার হ্যাকারদের হাতে চলে যায়। ৮ নভেম্বর সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা বাংলাদেশের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমকে (সার্ট) ওই সব তথ্য অরক্ষিত অবস্থায় থাকার কথা জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম