Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্টেশন সদর দপ্তর রাজেন্দ্রপুর এর তত্ত্বাবধানে রাজেন্দ্রপুর সেনানিবাস্থ বিপসট আন্তর্জাতিক বিল্ডিং সংলগ্ন মাঠে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অভ্যর্থনাকারী হিসাবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মো. মাকসুদুল হক।

সংবর্ধনা অনুষ্ঠানে স্টেশন সদর দপ্তর, রাজেন্দ্রপুর সেনানিবাসের পক্ষ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি জেলার ১২ জন বীর মুক্তিযোদ্ধার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, সিমিন হোসেন রিমি এমপি, মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, অধ্যাপিকা রোমান আলী টুসি এমপি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ূন আখতার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুব আলম, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট আজমত উল্লা খানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম