সিলেট ও নাটোরে ট্রেন লাইনচ্যুত
আব্দুলপুরে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট-ঢাকা রুটে একইদিনে তিনটি অঘটন ঘটেছে। এর মধ্যে রহস্যজনক আগুনে উপবনের বগি, তেলবাহী ওয়াগন লাইনচ্যুত এবং কালনীতে ঢিল ছোড়া হয়েছে। তবে উপবনের ঘটনাটি পরিকল্পিত নাশকতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে নাটোরের আব্দুলপুর জংশনে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। পরে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
আব্দুলপুর রেলস্টেশনের মাস্টার মোহাম্মদ জিয়াউদ্দিন জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পার্বতীপুর থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি আব্দুলপুরে আসে। এর দুটি বগি লাইনচ্যুত হয়। এতে তাৎক্ষণিকভাবে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী ট্রেন বগি দুটি উদ্ধার করে। পরে সন্ধ্যা সাড়ে ৫টায় রেল চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম অসিম কুমার তালুকদার জানান, চিলাহাটী থেকে খুলনাগামী রকেট মেইল ও রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসসহ সীমান্ত এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস ও উত্তরা এক্সপ্রেস নাটোর স্টেশনে আটকা পড়ে। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (পাকসী) নুর মোহাম্মদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করি। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছার আগে পৈরতলা-পুনিয়াউট রেলক্রসিং এলাকায় রেললাইনের উভয় পাশ থেকে দুর্বৃত্তরা পাথর ছুড়তে থাকে। এ সময় ট্রেনের ‘জ’ বগিতে থাকা সিলেটের এক যাত্রীর শরীরে পাথরের আঘাত লাগে। এতে ওই যাত্রী আহত হন।
ট্রেনে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার জসিম উদ্দিন বলেন, ট্রেনে পাথর ছোড়া হয়েছে জানতে পেরেছি। তবে কে বা কারা আহত হয়েছে তাদের নাম-পরিচয় জানতে পারিনি। ট্রেনটি বিরতিহীন হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতি করেনি।
