কাপাসিয়ায় বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকার অনশন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কাপাসিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছে জর্ডান প্রবাসী এক প্রেমিকা। প্রেমিকা সুমা একই এলাকার কাশেরা মেয়ে। ঘটনাটি ঘটেছে উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়া গ্রামের দক্ষিণপাড়া ডাক্তারের বাড়িতে। ঘটনার পর থেকে প্রেমিক আসাদ বাড়ি থেকে উধাও রয়েছে।
জানা যায়, প্রতিবেশী কিতাব আলীর পুত্র মোশাররফের সঙ্গে ওই মেয়ের ৯ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের মেহেদী রং মুছে যাওয়ার আগেই তার স্বামী মোশাররফের মৃত্যু হয়। স্বামী মৃত্যুর বছরখানেক পর সুমা গার্মেন্টস ভিসায় জর্ডানে পাড়ি দেয়। ২০২২ সালের ২৯ এপ্রিল দুই মাসের ছুটিতে দেশে আসেন সে। হঠাৎ তার দাদি অসুস্থ হলে ওষুধ ক্রয়ের জন্য ডুমদিয়া বাজারের আসাদের দোকানে গেলে তার সঙ্গে পরিচয় হয়। সুমার মোবাইল নাম্বার দিয়ে এবং আসাদের মোবাইল নাম্বার নিয়ে যেতে বলেন। এর মধ্যে বারবার দাদির অসুস্থতার খবর নিতে গিয়ে উভয় প্রেমে জড়িয়ে পড়ে। পরে বিয়ের আশ্বাসে বিভিন্ন এলাকায় নিয়ে শারীরিক সম্পর্ক করে এবং কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় আসাদ। আরও দু-এক বছর বিদেশ করে দেশে ফিরে আসলে বিয়ে করবে এমন আশ্বাসে ছুটি শেষ করে মেয়েটি জর্ডানে চলে যায়। সেই পরিপ্রেক্ষিতে ২৩ ডিসেম্বর দেশে এসে আসাদকে বিয়ে করার কথা বললে সে টালবাহানা শুরু করে। এ পরিপ্রেক্ষিতে বিয়ের দাবিতে শনিবার সকাল থেকে প্রেমিক আসাদের বাড়িতে অনশন শুরু করে প্রেমিকা।
