ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনি প্রচার
ফেস্টুন ব্যানার পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন এলাকা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার সব আসনের প্রার্থীরা জোর প্রচার চালাচ্ছেন। ফেস্টুন, ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন নির্বাচনি এলাকা। জমে উঠেছে গণসংযোগ, পথসভা, মিটিং-মিছিল, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকসহ নানা কর্মসূচি। জয়ের লক্ষ্য নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, বাজার-ফুটপাত ও ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন তারা। নতুন বছরের প্রথম দিন সোমবার নির্বাচনি প্রচার নিয়ে প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা-১০ আসন : আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সোমবার সকাল ১০টার দিকে ১৪নং ওয়ার্ডের রায়েরবাজার হাইস্কুল প্রাঙ্গণে বই বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় প্রধান অতিথি হিসাবে স্কুলটির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন তিনি। বিকালে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার জনসভায় যোগ দেন। এ সময় তিনি বলেন, ইনশাআল্লাহ ৭ জানুয়ারি সবচেয়ে বেশি ভোট নিয়ে এ আসনটি উপহার দিতে চাই। শেখ হাসিনার জনসভা শেষে চলচ্চিত্র শিল্পীদের নিয়ে র্যালি বের করে ধানমন্ডি-৩ এর ইউল্যাবসংলগ্ন আওয়ামী লীগের অফিস পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করেন ফেরদৌস।
ঢাকা-৯ আসন : আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরী বিকালে মুগদার কদমতলায় প্রিন্স গার্ডেন ময়দানে নির্বাচনি জনসমাবেশ করেছেন। এ সময় তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এবারের নির্বাচন অনেক বেশি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হতে যাচ্ছে।
এর আগে তিনি সকালে মুগদার কাজীরবাগ, ঋষিপাড়া ও হিন্দুপাড়ায় গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা ও মতবিনিময় সভা করেন। ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এদিন খিলগাঁও ও সবুজবাগ থানার নাসিরাবাদ, দক্ষিণগাঁওসহ ওয়ার্ডে ওয়ার্ডে সাবের হোসেন চৌধুরীর পক্ষে প্রচার চালান সমর্থক ও নেতাকর্মীরা।
ঢাকা-৮ আসন : এদিন নৌকা প্রতীকের প্রার্থী আ. ফ. ম বাহাউদ্দীন নাছিম সকাল ৮টায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও ছাত্রদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর মতবিনিময় করেন মতিঝিলে আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের সঙ্গে। পরে মগবাজার ফুলবাড়িয়া এলাকায় মার্কেট সমিতির সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, অশুভ শক্তির চিরতরে কবর রচনার জন্য নৌকা মার্কায় ভোট দিন।
ঢাকা-১৮ আসন : সোমবার ক্ষমতাসীন দলীয় সভাপতি শেখ হাসিনার জনসভার কারণে এ আসনে আওয়ামী লীগ দলীয় দুই স্বতন্ত্র প্রার্থীকে তেমন প্রচার চালাতে দেখা যায়নি। তবে বিকালে খিলক্ষেতের বরুয়ায় মতবিনিময় সভা করেছেন ট্রাক প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এসএম তোফাজ্জল হোসেন। এ সময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা এবং আমি আপনাদের সন্তান। সেই জায়গা থেকে আপনারা আমাকে ট্রাক মার্কায় ভোট দেবেন।
অন্যদিকে বাদ মাগরিব দক্ষিণখানের গাওয়াইর এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরী। এশার নামাজের পর কাওলা এলাকায় যান তিনি। এ সময় ভোটারদের কাছে কেটলি প্রতীকে ভোট চান তিনিও।
এছাড়া আসনের বিভিন্ন এলাকায় প্রচার চালিয়েছেন কল্যাণ পার্টি মনোনীত হাতঘড়ি প্রতীকের প্রার্থী দয়াল কুমার বড়ুয়া। এ সময় আসনবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি।
ঢাকা-১৫ আসন : নৌকার প্রার্থী শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বাদ মাগরিব পীরেরবাগ বাড়ি মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভা করেন।
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শামসুল হক, মশাল প্রতীকের জাসদ মনোনীত প্রার্থী মুহাম্মদ সামছুল ইসলাম ও একতারা প্রতীকের বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত সামছুল আলম চৌধুরী সুরমা প্রচার চালান।
ঢাকা-১৬ আসন : নৌকার প্রার্থী এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা বেলা সাড়ে ১০টায় ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে রূপনগর ও পল্লবী এলাকার ইমাম, খতিব ও মাদ্রাসার প্রিন্সিপালদের সঙ্গে মতবিনিময় সভা করেন। বাদ মাগরিব মিরপুর-১১ নম্বর মিল্লাত ক্যাম্প, ভাসানী মোড় এবং মিরপুর ৬ নম্বরে গণসংযোগ ও সভা করেন তিনি।
এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আমানত হোসেন আমানত, ঈগল প্রতীকের প্রার্থী সালাউদ্দিন রবিন এবং আম প্রতীকের এনপিপি সমর্থিত প্রার্থী তারিকুল ইসলাম সুমন গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
ঢাকা-১৪ আসন : নৌকা প্রতীকের প্রার্থী মাইনুল হোসেন নিখিল বাদ মাগরিব দারুস সালামের খালেক পাম্প এলাকায় ১১ নম্বর ওয়ার্ড এবং শীতল ছায়া আবাসিক এলাকার রোজ আয়োজিত নির্বাচনি সভায় যোগ দেন।
এছাড়া এদিন গণসংযোগ ও প্রচার চালিয়েছেন ট্রাক প্রতীকের প্রার্থী সাবিনা আক্তার তুহিন, কেটলি প্রতীকের লুৎফর রহমান, ঈগল প্রতীকের প্রার্থী জেড আই রাসেল, দালান প্রতীকের প্রার্থী মোহাম্মদ মহিবুল্লাহ, বাঁশি প্রতীকের কাজী ফরিদুল হক হ্যাপি, লাঙ্গল প্রতীকের আলমাস উদ্দিন ও সোনালী আঁশ প্রতীকের তৃণমূল বিএনপি সমর্থিত প্রার্থী নাজমুল ইসলাম।
ঢাকা-৭ আসন : লালবাগ ও আজিমপুরে গণসংযোগ করেছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী হাজি সাইফুদ্দিন আহম্মেদ মিলন। শেখ সাহেব বাজার, খান মুহাম্মদ আলী মসজিদ, বড় মসজিদ গলি, ঋষিপাড়া, গঙ্গারাম বাজার, শহীদ নগরে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন সুখে-দুঃখে মানুষের পাশে থেকেছি। এবার মানুষ পরিবর্তন চায়। তারা আমাকে ভোট দিয়ে জয়ী করবেন ইনশাআল্লাহ।
এদিন চকবাজার এলাকায় গণসংযোগ করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান মানিক। সোলাইমান টাওয়ারের সামনে পথসভায় তিনি বলেন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে আজিমপুর কবরস্থানের উন্নয়নসহ অনেক কাজ করেছি। আমি নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করব।
ঢাকা-৫ আসন : এদিন নৌকার প্রার্থী হারুনুর রশীদ মুন্না কলাবাগান মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় উপস্থিত থাকায় তার পক্ষে এ আসনের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনি প্রচার চালান নেতাকর্মী ও সমর্থকরা।
ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল বেলা ১১টায় ৬৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণসহ পথসভা ও মতবিনিময় করেছেন। বিকাল ৩টায় ৬৩নং ওয়ার্ড কাজলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। পরে ওই ওয়ার্ডের ভাঙ্গাপ্রেস ব্যবসায়ী সমিতির সঙ্গে মতবিনিময় সভা করেন সজল। রাতে ৬৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।
আসনটিতে ঈগল প্রতীকের প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বাদ এশা ৬৮নং ওয়ার্ডে সারুলিয়ায় গণসংযোগ, উঠান বৈঠক ও নির্বাচনি প্রচার করেন। রাত ৯টায় ৬১নং ওয়ার্ডের কবিরাজবাগ ও দনিয়ায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন।
