Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

পুরান ঢাকায় আজ ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পুরান ঢাকায় ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব পালিত হবে আজ রোববার। প্রতিবছর পৌষ মাসের শেষ ও মাঘ মাসের শুরুতে উদযাপন করা হয় সর্ববৃহৎ এ বর্ণিল উৎসব।

‘পৌষসংক্রান্তি’ হলেও পুরান ঢাকায় এটি সাকরাইন নামে পরিচিত। পৌষ মাসের ৩০ তারিখ সাকরাইন উদযাপিত হলেও এক সপ্তাহ আগেই শুরু হয়ে যায় ঘুড়ি তৈরি, ক্রয়-বিক্রি, সুতাই মাঞ্জা দেওয়ার কাজ। এছাড়া উৎসব উপলক্ষ্যে বাড়িতেও অতিথি আসেন। শনিবার পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, মোড়ে মোড়ে মৌসুমি ব্যবসায়ীরা বাহারি রঙের ঘুড়ির পসরা সাজিয়ে বসেছে। বিক্রি হচ্ছে পাঁচ টাকা থেকে একশ টাকা দামের ঘুড়ি। নাটাই বিক্রি হচ্ছে আকারভেদে ২শ থেকে ১ হাজার টাকায়। সাকরাইন উপলক্ষ্যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন পুরান ঢাকায় এসে ভিড় করেন। পুরান ঢাকার মেয়েরা তাদের শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন। রাতে বাসাবাড়ির ছাদে আয়োজিত হয় নাচ-গান, ডিজে পার্টি ও পিঠা উৎসব। আরও রয়েছে আতশবাজি ফোটানো, আগুন নিয়ে খেলা ও বিভিন্ন খাবারের আয়োজন। বিভিন্ন ধর্ম ও শ্রেণিপেশার মানুষ অংশ নেন এ উৎসবে। পুরান ঢাকার প্রতিটি বাড়িতে বিশেষ খাবারের আয়োজন করা হয়। আত্মীয়স্বজনদের নিমন্ত্রণ করা, বাসাবাড়িতে পিঠাপুলি পাঠানো হয়।

এদিকে সাকরাইন উৎসব উপলক্ষ্যে শনিবার শেষ মুহূর্তের বেচাবিক্রিতে ব্যস্ত ছিলেন ব্যবসায়ীরা। পুরান ঢাকার শাঁখারীবাজার, সূত্রাপুর, নবাবপুর, শ্যামবাজার, ধূপখোলা, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, ফরাশগঞ্জ, সদরঘাট, গেন্ডারিয়া, নারিন্দা, লালবাগ, দোলাইখালসহ বিভিন্ন এলাকায় ঘুড়ি, নাটাই, সুতা, আতশবাজি ও ফানুস বিক্রি করতে দেখা গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম