টঙ্গীতে যুবক হত্যায় ৫ আসামি গ্রেফতার
টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গীর লাল মসজিদ বস্তিতে শাহা আলী (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহতের বোন হালিমা বাদী হয়ে শুক্রবার ১৭ জনকে এজাহারনামীয় ও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন। এর আগে বৃহস্পতিবার ভোররাতে ওই বস্তির একটি গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। গ্রেফতার মোহাম্মদ আলী, শাহ আলম, আবুল হোসেন ওরফে বাবু, মনির ওরফে গিট্টু মনির ও লালন।
অন্য আসামিরা হলেন আলমগীর হোসেন, মোরশেদ আলম ওরফে হেঞ্জা, ফজলুল হক বাবু, ইকবাল হোসেন, নাজমুল, বাশার, সুজন, ইব্রাহীম, টিপু, রাসেল, কাউসার ও তারেক। তারা সবাই একই বস্তির বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে শাহা আলীকে ওই এলাকায় ডেকে নিয়ে অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনা সাজায় উল্লেখিত আসামিরা। এ সময় তাকে লোহার হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে।
