Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ডিএসসিসির বিবাহ কর

১ম বিয়েতে ১০০ টাকা ২য় বিয়েতে ৫ হাজার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিবাহ কর কার্যকরের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বিধি অনুযায়ী প্রথম বিয়ের জন্য বরকে ১০০ টাকা, দ্বিতীয়তে ৫ হাজার, তৃতীয়তে ২০ হাজার এবং চতুর্থ বিয়ের জন্য ৫০ হাজার টাকা কর দিতে হবে। মঙ্গলবার ডিএসসিসি নগরভবনে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়ে এমন উদ্যোগের কথা জানান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি জানায়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৮২ নম্বর ধারার চতুর্থ তফশিলের ৮ নম্বর ক্রমিকে অর্পিত ক্ষমতাবলে এবং আদর্শ কর তফশিল ২০১৬-এর ১০(৪)-এর ১৫২ নম্বর ক্রমিকে উল্লিখিত হারে এ কর আদায় করা হবে। তবে কোনো ব্যক্তির প্রথম স্ত্রী যদি মানসিক ভারসাম্যহীন অথবা বন্ধ্যা হয় তাহলে পরবর্তী বিয়ের ক্ষেত্রে ২০০ টাকা কর দিতে হবে। ডিএসসিসির রাজস্ব বিভাগের কয়েকজন কর্মকর্তা জানান, এ নিয়ম অনুযায়ী বিবাহ কর আদায় করতে এরই মধ্যে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। জানুয়ারিতে ডিএসসিসির ৪৫ নম্বর ওয়ার্ডে ২৮টি বিবাহ নিবন্ধন করা হয়। যেখানে ২ হাজার ৮০০ টাকা রাজস্ব আদায় হয়েছে। বর্তমানে এ কার্যক্রম ম্যানুয়ালি পরিচালনা করা হলেও শিগগিরই তা অনলাইনে নিতে করপোরেশন উদ্যোগ নিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম