বগুড়ায় হিমালয়ান ‘গৃধিনী’ প্রজাতির শকুন উদ্ধার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার বিদ্যুৎস্পৃষ্টে আহত হিমালয়ান ‘গৃধিনী’ প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’র সদস্যরা দুপুরে শিবগঞ্জ উপজেলার বগিলাগাড়ি গ্রাম থেকে শকুনটি উদ্ধার করেন। বুধবার বিকালে তীর’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হোসেন রহমান এ তথ্য দিয়েছেন।
হোসেন রহমান জানান, হিমালয়ান গৃধিনী প্রজাতির প্রায় আট কেজি ওজনের শকুনটি বৈদ্যুতিক তারে শক খেয়ে পড়ে যায়। খবর পেয়ে তীর শিবগঞ্জের বিহার আঞ্চলিক কমিটির সদস্যরা শকুনটিকে উদ্ধার করেন। সভাপতি রিফাত হাসান জানান, আইইউসিএন নামে আন্তর্জাতিক সংস্থা ও বন বিভাগের যৌথ প্রচেষ্টায় শকুন সংরক্ষণে কাজ করে আসছে। শীতের বিভিন্ন সময় বাংলাদেশের উপর দিয়ে যাতায়াতের সময় ক্লান্ত ও অসুস্থ হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় শকুন পতিত হলে বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার করে। তিনি আরও জানান, আহত শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা একেএম রেজাউল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। উপ-বন সংরক্ষক মতলুবুর রহমান জানান, সুস্থ করার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
