ব্র্যাক, ইউএসএআইডি
বাংলাদেশ-আমেরিকা মৈত্রী প্রকল্প চালু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এবং ব্র্যাক বৃহস্পতিবার বাংলাদেশ-আমেরিকা মৈত্রী প্রকল্প চালু করেছে। এ প্রকল্প তৃণমূল পর্যায়ের বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য সরাসরি অর্থায়ন এবং প্রশিক্ষণের সুযোগ প্রসারিত করবে। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে মৈত্রী প্রজেক্টটির উদ্বোধন হয়।
ইউএসএআইডি মিশন ডিরেক্টর রিড এশলিম্যান এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ দেশব্যাপী স্থানীয় এনজিওগুলোর প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে মৈত্রী প্রকল্প ঘোষণা করেছেন। প্রকল্পটি একটি প্রতিযোগিতামূলক অনুদান নির্মাণের সুবিধা স্থাপন করবে-যেখানে স্থানীয় এনজিওগুলো স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জলবায়ু স্থিতিস্থাপকতা বা অন্যান্য সম্প্রদায়ের উন্নয়নের প্রয়োজনীয়তাগুলো মোকাবিলা করতে অনুদানের জন্য আবেদন করতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, স্থানীয় সংস্থাগুলোও প্রস্তাবনা লেখা, প্রকল্পের নকশা এবং অপারেশনাল ক্ষমতা উন্নত করার জন্য প্রশিক্ষণ পাবে, তাদের সহযোগিতা করার ক্ষমতা জোরদার করবে, নেটওয়ার্ক তৈরি করবে এবং উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য স্থানীয় সমাধান তৈরি করবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ডিজি) মো. সাইদুর রহমান বাংলাদেশ-আমেরিকা মৈত্রী প্রকল্পকে স্বাগত জানান এবং দেশের অগ্রগতির জন্য সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতার ওপর জোর দেন।
