Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

শিক্ষক ঐক্যজোটের মানববন্ধন

দেড় হাজার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দীর্ঘ ৩৯ বছর বেতন-ভাতা বঞ্চিত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। তারা চরম মানবেতর জীবনযাপন করছেন। তার পরও শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রেখেছেন।

এ অবস্থায় সারা দেশের দেড় হাজার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষকরা। রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আয়োজিত মানববন্ধনে এই দাবি তুলে ধরেন সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান। কাজী ফয়েজুর রহমানের সভাপতিত্বে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতা বশির বিল্লাহ আতাহারী, সামছুল আলম, মাহমুদুল হাসান, আ. রহিম, মো. আলামিন, আ. হান্নান, খোরশেদ আলম, আ. কুদ্দুস, সওকত মাস্টার, ছাইফুল্লাহ হেলাল, মো. সাইফুল ইসলাম, মো. নুরুল আমিন, আ. করিম ভুইয়া প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে সাতদফা দাবি তুলে ধরা হয়, তা হলো : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, শিক্ষার্থীদের উপবৃত্তিসহ সব সুযোগ সুবিধা প্রদান, বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলোকে অবিলম্বে কোড নাম্বার প্রদান, শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা, মাদ্রাসায় চতুর্থ শ্রেণির কর্মচারীর পদ সৃষ্টি, মাদ্রাসাগুলোকে স্থায়ী রেজিস্ট্রেশন প্রদান ও ভৌত অবকাঠামো নিশ্চিত করা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম