Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের দুই পদের নাম পরিবর্তন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের জেনারেল সাইড ও ক্যাশ সাইডের পদের নামে পরিবর্তন আনা হয়েছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে এখন থেকে কারেন্সি অফিসারের নতুন পদের নাম হবে নির্বাহী পরিচালক (কারেন্সি), মহাব্যবস্থাপক (ক্যাশ) পদের নাম হবে পরিচালক (ক্যাশ), যুগ্ম ব্যবস্থাপক (ক্যাশ) হবে যুগ্ম পরিচালক (ক্যাশ), উপ-মহাব্যবস্থাপক হবে উপপরিচালক, সহকারী ব্যবস্থাপক (ক্যাশ) সহকারী পরিচালক (ক্যাশ), সহকারী ব্যবস্থাপক হবে সহকারী পরিচালক। এছাড়া এমএলএসএস-১ম মান হবে অফিস সহায়ক- প্রথম মান এবং এমএলএসএস-দ্বিতীয় মান পদটির নাম এখন থেকে হবে অফিস সহায়ক-দ্বিতীয় মান। কার্যালয়ের সঙ্গে দাপ্তরিক প্রয়োজনে পত্র/ই-মেইলসহ সবধরনের যোগাযোগের ক্ষেত্রে পরিবর্তিত পদনাম ব্যবহার করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফিন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম