বকেয়া বেতনের দাবি
সিদ্ধিগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ বিক্ষোভ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে আরকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি গার্মেন্ট কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার বিকালে বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকরা নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পাওনাদি পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন। এ সময় নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে বাধ্য হয়। পুলিশ ও শ্রমিকরা জানান, জানুয়ারি মাসের বকেয়া বেতন বৃহস্পতিবার দেওয়ার কথা থাকলেও শ্রমিকরা জানতে পারে সম্পূর্ণ বেতন ও ওভারটাইমের টাকা মালিক কর্তৃপক্ষ পরিশোধ করতে পারবে না। ফলে শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর পরিদর্শক (ইনটেলিজেন্স) সেলিম বাদশা জানান, আরকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি
গার্মেন্ট কারখানার ৩শ-৪শ’ শ্রমিক কাজ করছেন। শ্রমিকরা একসঙ্গে বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধের দাবি করলে মালিকপক্ষ শুধু বেতন দেওয়ার কথা জানালে তারা তা না মেনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার পর তারা বেতনসহ পাওনাদি পরিশোধ করার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
