Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

রাগপ্রধান বাংলা গানের আসরে মন্ত্রমুগ্ধ শ্রোতারা

Icon

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আজ শুক্রবার শিল্পকলা একাডেমিতে শেষ হচ্ছে ছয় দিনব্যাপী শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব। বৃহস্পতিবার ছিল এই আসরের পঞ্চম দিন। এদিনের আসরে প্রাচীন কাল থেকে বাংলা গানে যেসব রাগ ব্যবহার হয়েছে তার মধ্যে রাগ ভৈরব, ভূপালী, ভীম পলশ্রী, মালগুঞ্জিসহ নট, কিরওয়ানীসহ নানা ধারার ভিন্ন মাত্রার রাগ পরিবেশন করেন শিল্পীরা। শাস্ত্রীয় পরিবেশনার শুরুতেই সংগীত পরিবেশন করেন সুজিত মোস্তফা। কাফি রাগে তিনি গেয়ে শোনান ‘সজনী গো ভালোবেসে এতো জ্বালা’ এবং জয়জয়ন্তী রাগে পরিবেশন করেন ‘তোমার কাজল কেশ’, কিরওয়ানি রাগে স্বরলিপি গেয়ে শোনান ‘পারি না ভুলে যেতে স্মৃতিরা মালা গেঁথে’ ও মালহার রাগে পরিবেশন করেন ‘মেঘ এসে ছুঁয়ে ছুয়ে যায়’, ভৈরব রাগে ইউসুফ খান পরিবেশন করেন ‘আমার এ দুটি চোখ’, ও ইমন রাগে তিনি গেয়ে শোনান ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’। ধারাবাহিক আয়োজনে মালগুজি রাগে শিলা দেবী পরিবেশন করেন ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’ ও ভীম পলশ্রী রাগে গেয়ে শোনান ‘এতো সুখ সইবো কেমন করে’, ভৈরবী রাগে শুভ দাস পরিবেশন করেন ‘আমাকে পোড়াতে যদি’, ও ‘বৈশাখী মেঘের কাছে’, ভূপালী রাগে নওশিন টুশি গেয়ে শোনান ‘যে ছিলো দৃষ্টির সীমানায়’, ও ইমন রাগে শোনান ‘হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি’। সবশেষে তীলক-কামোদ রাগে শেখ জসিম গেয়ে শোনান ‘হারানো দিনের কথা মনে পড়ে যায়’ এবং কিরওয়ানী রাগে পরিবেশন করেন ‘ভুলেছো আমায়’।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন সংগীত পরিচালক ফুয়াদ নাসের বাবু। বক্তৃতা করেন শিল্পী শেখ জসিম। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম