Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ব্ল্যাক আউটে সাভারের মধুমতি মডেল টাউন

এটা পতিত আ.লীগ সরকারের দুর্নীতির আরেকটি উদাহরণ: সৈয়দা রিজওয়ানা হাসান

Icon

যুগান্তর প্রতিবেদন, (ঢাকা উত্তর)

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ঢাকার সাভারের বহুল আলোচিত মধুমতি মডেল টাউনে। সর্বোচ্চ আদালত থেকে অবৈধ ঘোষণার পরও এখানকার রিসোর্ট তৈরির কাজ চলছিল হরদমে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পরে বদলে গেছে দৃশ্যপট। বুধবার ভোরে অবৈধ মধুমতি মডেল টাউনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩’র সিনিয়র জেনারেল ম্যানেজার মোল্লা মো. আবুল কালাম আজাদ যুগান্তরকে বলেন, দীর্ঘদিন ধরেই আমরা নানাভাবে উদ্যোগ নিচ্ছিলাম বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে। নানা প্রভাবশালীর কারণে সেটা এতদিনেও কার্যকর করতে পারিনি। অবশেষে বুধবার সকালে আমাদের একটি টিম সোর্স লাইন থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে।

যোগাযোগ করা হলে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুপ্রিমকোর্টের আদেশ কীভাবে সরকারি সংস্থা উপেক্ষা করতে পারে এটি তার নজির। এটা পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির আরেকটি উদাহরণ। কাঠামো বা ভবন ভাঙা হয়নি কিংবা সরানো হয়নি। এমনকি প্রকল্প এলাকা থেকে এখন পর্যন্ত কোনো মাটিও সরানো হয়নি। উলটো বিদ্যুৎ সংযোগের মাধ্যমে প্রকল্পটি এগিয়েই নেওয়া হয়েছে।

একটি সূত্র জানায়, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই প্রভাবশালীদের নাম ব্যবহার করে সংযোগ বহাল রাখতে চাপ প্রয়োগ করা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের। তবে কর্মকর্তারা বলেছেন, আগের সরকারের প্রভাবশালী ব্যক্তিদের চাপে তারা বাধ্য হয়ে সংযোগ চালু রেখেছিলেন। এখন সেটার সুযোগ নেই।

এদিকে মধুমতি মডেল টাউনের নতুন নামে ব্যবসা পরিচালনা করা নান্দনিক হাউজিং সোসাইটির সভাপতি শেখ আবদুল্লাহ জানান, প্রকল্প এলাকায় পাঁচ শতাধিক পরিবার থাকে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় তারা বিপর্যয়ের মুখোমুখি হবেন। সোসাইটির সাধারণ সম্পাদক আজম খান মুন্না জানান, আমরা তো কেউই আইন-আদালতের ঊর্ধ্বে নই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম