লামিয়া মোরশেদ প্রধান উপদেষ্টার এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রশাসনে লামিয়া মোরশেদকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষ (যেটি আগে ঘটে) সিনিয়র সচিব মর্যাদায় এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আনুষঙ্গিক অন্য সুবিধাদিও পাবেন। একই আদেশে এসডিজির মুখ্য সমন্বয়ক হিসাবে কর্মরত সাবেক সচিব আকতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করা হয়েছে। এছাড়া ছয় উপদেষ্টার একান্ত সচিব (পিএস) ও তিন উপদেষ্টার সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পৃথক এক আদেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মফিদুল আলমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা জাহানারা বেগমের পিএস হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। অপর এক আদেশে সেতু বিভাগের উপসচিব আবুল হাসানকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিএস হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক আদেশে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপসচিব মাহমুদ হাসানকে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদের পিএস হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) ড. সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের পিএস হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব র.হ.ম. আলাওল কবিরকে ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিভাগের উপদেষ্টা নাহিদ ইসলামের পিএস হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক আদেশে নাজমুস সাদাত পারভেজকে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদের সহকারী একান্ত সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যতদিন চাইবেন নাজমুস সাদাত পারভেজ ততদিন এপিএস হিসাবে কাজ করবেন এবং এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
