Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সব গুটিয়ে নিচ্ছে তমা গ্রুপ

ডেমরায় উদ্যোগ নেই ভেঙে ফেলা শহিদ মিনার পুনর্নির্মাণে

Icon

মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, ডেমরা (ঢাকা)

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শর্ত অনুযায়ী রাজধানীর ডেমরায় ভেঙে ফেলা ৭১ বছরের ঐতিহ্যবাহী শহিদ মিনারের পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নিচ্ছে না ঢাকা সড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন (তমা গ্রুপ)। শহিদ মিনারটি ভাঙার ১ বছর ৮ মাস অতিবাহিত হলেও এ বিষয়ে সংশ্লিষ্টরা ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীর। এক্ষেত্রে এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে প্রতিবারই শহিদ মিনার পুনর্নির্র্মাণের কথা দিলেও তারা তা মানছে না। তবে সড়ক বিভাগ বলছে, শহিদ মিনার পুনর্নির্মাণ করবে তমা গ্রুপ। আর এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে ইতোমধ্যে সব গুটিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিয়েছে তারা।

এলাকার এক প্রবীণ ব্যক্তি জানান, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পরপরই ডেমরার চৌরাস্তায় লতিফ বাওয়ানী জুট মিলের কর্মচারী ও শ্রমিকদের সমন্বয়ে কর্তৃপক্ষ শহিদ মিনারটি নির্মাণ করেন। তারপর থেকেই ডেমরা ও যাত্রাবাড়ী থানা এলাকার শিক্ষার্থীরা এ শহিদ মিনারে ফুল দিতে আসেন। প্রতিবছর একুশে ফেব্রুয়ারিতে সবাই ভাষাশহিদদের শ্রদ্ধা জানাতে আসে সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। শহিদ মিনারটি এ অঞ্চলের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আজও ঐতিহ্য বহন করে চলেছে।

এলাকাবাসীর অভিযোগ, ডেমরা-যাত্রাবাড়ী সড়ক উন্নয়নের সময় ২০২২ সালের ডিসেম্বরে শহিদ মিনারটি ভেঙে ফেলার সময় এলাকাবাসী বাধা দেন। এ সময় তমা গ্রুপ ও ঢাকা সড়ক বিভাগ এলাকাবাসীকে আশ্বস্ত করেন-শহিদ মিনারটি পুনর্নির্মাণ করে দেওয়া হবে। অথচ শহিদ মিনারের জায়গায় এখন শুধু বিলবোর্ড টানানো রয়েছে। চারদিকে প্রাচীর দিয়ে মাটি ভরাট করা হয়েছে।

এ বিষয়ে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মিজানুর রহমান বলেন, শহিদ মিনারটি পুনর্নির্মাণের ব্যবস্থা না করে ফাঁকি দেওয়া মানে জাতির ইতিহাসের ওপর আঘাত হানা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিল মাহমুদুল হাসান পলিন বলেন, শহিদ মিনারটি এ অঞ্চলের সংস্কৃতির একটি বিরাট অংশ। তাই এটি পুনর্নির্মাণ করা খুবই জরুরি।

এ বিষয়ে তমা গ্রুপের পরিচালক প্রকৌশলী বেলায়েত হোসেন ও ম্যানেজার মো. সেলিম বলেন, শহিদ মিনারটি অবশ্যই নির্মাণ করে দেওয়া হবে। তবে এর আগে স্থান জটিলতা ও দুই কাউন্সিলরের আপত্তির কারণে পুনর্নির্মাণের কাজ পিছিয়েছে।

ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আহাদুল্লাহ বলেন, শহিদ মিনার পুনর্নির্মাণের কাজ অবশ্যই তমা গ্রুপকে করতে হবে। আমি তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম