Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

নিজ শিক্ষক ছাড়া উপাচার্য চায় না জবি শিক্ষার্থীরা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ছাড়া অন্য কাউকে উপাচার্য নিয়োগ দেওয়া হলে তাকে বিশ্ববিদ্যালয়ের ফটক দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় সাধারণ শিক্ষার্থীদের একটি মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তারা।

শিক্ষার্থীরা বলেন, অতিথি পাখির মতো অন্য বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষক উপাচার্য হিসাবে এসে কোনোমতে চার বছর অতিক্রম করে বিশ্ববিদ্যালয় থেকে নিজের আখের গোছানোই তার মূল লক্ষ্য হয়ে যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা সম্পর্কে জেনে ওঠার আগেই ওই উপাচার্যের মেয়াদ শেষ হয়ে যায়। ফলে শিক্ষার্থীদের সমস্যা সমস্যাই থেকে যায়। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্যতীত অন্য কাউকে উপাচার্য নিয়োগ দেওয়া হলে তাকে বিশ্ববিদ্যালয়ের ফটক দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘আমরা জকসু চাই’তে ৪৫ মিনিটের এক জরিপে দেখা যায়, শতকরা ৯৯ ভাগ শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য চান।

বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, বিগত উনিশ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রত্যাশিত অগ্রগতি লাভ করেনি। এর অন্যতম কারণ হলো বিশ্ববিদ্যালয় থেকে ভিসি ও ট্রেজারার না হওয়া। এই সময়ে যে শিক্ষকগণ দায়িত্ব নিয়ে এসেছেন তারা রুটিন দায়িত্ব পালনেই বেশি মনোযোগী ছিলেন। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় থেকে যোগ্যতাসম্পন্ন প্রফেসরগণকে ভিসি এবং ট্রেজারার নিয়োগ করার জন্য জোর দাবি জানাচ্ছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম