আন্দোলনে হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হামলা ঘটেনি: হিন্দু মহাজোট
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে কিছু হিন্দু সম্প্র্রদায়ের লোকজনের ওপর যে হামলা হয়েছে, সেটি সাম্প্রদায়িক কোনো হামলা নয়। ওইসব হামলা রাজনৈতিক কারণে হয়েছে। হামলায় ভুক্তভোগীদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগ ও পালিয়ে যাওয়ার পর বিকাল থেকে ৬ আগস্ট দুপুর পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের বিশেষ করে আওয়ামী লীগের হিন্দু নেতাকর্মী সমর্থকদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান আক্রান্ত হয়। গ্রাম অঞ্চলের অরক্ষিত ৪৩টি মন্দির ভাঙচুর হয়েছে। এগুলো সাম্প্রদায়িক কোনো হামলা নয়, রাজনৈতিক কারণে এসব হামলা সংঘটিত হয়েছে। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের মাধ্যমে হিন্দুসহ সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। প্রমাণ হিসেবে ২০১৭,১৮ সালে সংঘটিত হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাগুলো তুলে ধরেন তিনি। তিনি বলেন, চলতি বছরের ৬ আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত শতাধিক সাধারণ হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও প্রায় হাজার পরিবার নীরব চাঁদাবাজির শিকার হয়েছে। আমরা অবিলম্বে সব আসামির দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করছি এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ ও ধ্বংসপ্রাপ্ত মন্দির সরকারি খরচে পুনর্নির্মাণ দাবি করছি।
