Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ছাত্রলীগের সাবেক সম্পাদক পান্নার ভারতে মৃত্যু

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা ছাত্রলীগের সদস্য ইসহাক আলী খান পান্না ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার সকালে শিলংয়ের পাহাড় থেকে পা পিছলে পড়ে তিনি মারা যান বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন পান্নার বেয়াই (বড় ভাবির আপন ভাই) বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন খান।

এদিন সন্ধ্যায় জসিম উদ্দিন টেলিফোনে যুগান্তরকে বলেন, সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে পান্নার ভারতে প্রবেশ করার কথা ছিল বলে শুনেছেন। তিনি জানান, তিন দিন আগে পান্নার সঙ্গে তার শেষ কথা হয়। এরপর তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে তার ভারতে প্রবেশ করার কথা ছিল।

এদিকে নিহত পান্নার ভাগনে কাউখালী উপজেলার চিড়াপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান তালুকদার মিন্টু জানান, পান্নার মামার সঙ্গে থাকা অন্য স্বজনরা জানিয়েছেন, শনিবার সকালে শিলংয়ে একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে তিনি মারা গেছেন পান্না। তবে কখন কীভাবে তারা শিলং গেছেন সে বিষয়ে তিনি (মিন্টু) বিস্তারিত তথ্য দিতে পারেননি। মিন্টু আরও বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পরিবারের সঙ্গে মামার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পান্নার লাশ কোথায় রয়েছে এ ব্যাপারেও সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি মিন্টু।

পিুরোজপুরের কাউখালীর বাসিন্দা পান্না ১৯৯৪ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সালে দলের সম্মেলনের পর তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক হন।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দিন পিরোজপুরে পান্নার ব্যয়বহুল বাড়িতে ছাত্র-জনতা হামলা করে ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেয়। এরপর তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। পান্নার স্ত্রী আইরিন পারভীন বাঁধন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৬ সালে মারা যান। আইরিন উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের ভিপি ছিলেন। এ দম্পতির ইফতেশাম আফতারি আরিয়ান নামে এক ছেলে আছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম