Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

এক বছরে ইসির অবস্থান পরিবর্তন

নিবন্ধন পেল নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদ (জিওপি)

অপেক্ষমাণ রয়েছে ড. রেজা কিবরিয়া গণঅধিকার পরিষদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নাগরিক ঐক্য এবং গণঅধিকার পরিষদকে (জিওপি) সোমবার নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ দুটি দলের নিবন্ধন আবেদন গত বছরের আগস্টে বাতিল করেছিল কমিশন। দল দুটি পুনর্বিবেচনার আবেদন করায় কমিশন এবার তাদের নিবন্ধন দিল। একইভাবে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদও নিবন্ধন পেতে যাচ্ছে। আজ এ দলের নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম যুগান্তরকে বলেন, আইন ও বিধি মেনে এসব দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) নিবন্ধন শর্ত পূরণ করায় দলগুলো নিবন্ধন পাচ্ছে। চাপের মুখে নির্বাচন কমিশন দল নিবন্ধন দিচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না। যেসব দল রিভিউয়ের আবেদন করছে এবং নিবন্ধন শর্ত পূরণ করছে তাদের আবেদন কমিশন বিবেচনা করছে।

সোমবার দুপুরে নুরুল হক নুরুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদকে (জিওপি) নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। দলটির প্রতীক ট্রাক। নিবন্ধন নম্বর-৫১। একই দিন বিকালে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের নিবন্ধন দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে। দলটির প্রতীক কেটলি। দলটির নিবন্ধন নম্বর-৫২।

আরপিওতে রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত হিসাবে বলা হয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অনুষ্ঠিত যেকোনো সংসদ নির্বাচনে দলীয় নির্বাচনি প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসনে জয়ী হওয়ার রেকর্ড থাকতে হবে। অথবা যেকোনো একটি আসনে দলীয় প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের ৫ শতাংশ ভোট পেতে হবে। অথবা কেন্দ্রীয় কমিটিসহ একটি কেন্দ্রীয় কার্যালয়, অন্তত এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা কার্যালয়, অন্তত ১০০টি উপজেলায় কার্যালয় এবং প্রতিটিতে সদস্য হিসাবে অন্তত ২০০ ভোটারের তালিকাভুক্তি থাকতে হবে। রাজনৈতিক কার্যালয় ও কমিটি বিবেচনায় সোমবার গণঅধিকার পরিষদ (জিওপি) ও নাগরিক ঐক্যকে নিবন্ধন দেওয়া হয়েছে। গণঅধিকার পরিষদ (জিওপি) নিবন্ধন দেওয়ার খবর পেয়ে ড. রেজা কিবরিয়ার অনুসারীরা নির্বাচন কমিশনে অবস্থান নেন। তারা নুরুল হক নুরুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদকে (জিওপি) নিবন্ধন দেওয়ার তীব্র প্রতিবাদ জানান। একপর্যায়ে নির্বাচন কমিশন ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হবে এমন আশ্বাস দেন। পরে তারা নির্বাচন কমিশন ত্যাগ করেন।

ইসি সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন ‘যাচাই-বাছাই’ করে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নামে দুই রাজেনৈতিক দলকে নিবন্ধন দিয়েছিল। ওই সময় আবেদন করা ৯৩টি দলের মধ্যে নিবন্ধন দেওয়া এ দুটি দলসহ ১২ দলকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করে তাদের মাঠ পর্যায়ের তথ্য যাছাইয়ের সিদ্ধান্ত নেয়। পরে মাঠের তথ্য যাছাইয়ের সময়ে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদসহ বাকি দলগুলো ‘বাদ’ পড়ে যায়। ওই সময় ইসি সচিব জাহাংগীর আলম জানিয়েছিলেন, মাঠের তথ্যে গরমিল পাওয়ার কারণে তারা বাদ পড়েছে। এর মধ্যে এবি পার্টি উচ্চ আদালতের আদেশে গত ২১ আগস্ট নিবন্ধন পেয়েছে। এছাড়া বাংলাদেশ জাসদ, নাজমুল হুদার তৃণমূল বিএনপি, ববি হাজ্জাজের এনডিএমসহ আরও কয়েকটি দল বিভিন্ন সময়ে আদালতের আদেশে ইসির নিবন্ধন পেয়েছে। তবে নাগরিক ঐক্য ও নাগরিক অধিকারকে কোন প্রেক্ষাপটে বা কোন শর্তে নিবন্ধন দেওয়া হয়েছে সেটা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম