Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

জাতীয় কন্যা শিশু দিবস আজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় কন্যাশিশু দিবস আজ। বাংলাদেশ এ দিবসটি পালন করে। দিবসটি উপলক্ষ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সকাল ৮টায় একটি শোভাযাত্রা বের করবে। শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে শিশু একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হবে। এরপর সকাল ১০টায় শিশু একাডেমি সভাকক্ষে আলোচনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করবে। এতে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ২০১২ সাল থেকে প্রতি বছরের ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। আর জাতীয় কন্যা শিশুদিবস পালিত হয় ৩০ সেপেম্বর। প্রতি বছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। এ শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় কন্যাশিশু দিবস।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম