Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

এমপিওভুক্তির দাবি

শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, অনেকে আহত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এমপিওভুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো মাউশির সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালনের সময় বেসরকারি অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের লাঠিচার্জ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় শিক্ষকদের ওপর অতর্কিত আক্রমণ করে পুলিশ। এ সময় বেধরক লাঠিচার্জ ছাড়াও জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে অনেক শিক্ষক আহত হয়েছেন। আন্দোলনকারী শিক্ষকরা এমন অভিযোগ করেছেন। শিক্ষকদের ওপর এমন হামলার নিন্দা জানিয়েছেন তারা।

এদিকে শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বলেন, শিক্ষকরা সচিবালয়ের সামনের রাস্তা বন্ধ করে আন্দোলন শুরু করে। এতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। লাঠিচার্জ বা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়নি। সন্ধ্যার আগেই শিক্ষকরা চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য, মঙ্গলবার থেকে এমপিওভুক্তির দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সামনে অবস্থান করে বিক্ষোভ করে আসছেন বেসরকারি অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন যুগান্তরকে বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থানকালে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অতর্কিতভাবে হামলা করে। তিনি আরও বলেন, শিক্ষকদের সরিয়ে দেওয়া হলে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি কার্যালয়ে গিয়ে অবস্থান নিয়েছেন। সেখানে কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছে। শিক্ষকদের ওপর এমন হামলার নিন্দা জানিয়েছেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম