Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সাবেক মন্ত্রী-এমপি সেনাপ্রধানসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবেক দুই মন্ত্রী, দুই সংসদ-সদস্য, সাবেক সেনাপ্রধান, ডাক বিভাগের সাবেক মহাপরিচালকসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

যাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন-সাবেক রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম, তার স্ত্রী সাইদা হাকিম ও ছেলে আশিক মাহমুদ মিতুল, সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ ও তার স্ত্রী উম্মে কুলসুম, সাবেক সংসদ-সদস্য নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী নূরজাহান বেগম, সাবেক সংসদ-সদস্য মো. হাবিবুর রহমান হাবিব ও তার ছেলে মুহাম্মদ আসিফ ইকবাল, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার স্ত্রী দিলশাদ নাহার কাকলী এবং ডাক বিভাগের সাবেক মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্র।

এদিন দুদকের পক্ষ থেকে পৃথক ছয়টি আবেদন করা হয়। দুদকের উপ-পরিচালক মো. জাকারিয়া স্ত্রীসহ সাবেক সেনাপ্রধান আজিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন, উপ-পরিচালক মো. নুরুল হুদা স্ত্রীসহ সাবেক এমপি নিজাম হাজারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। উপসহকারী পরিচালক আসাদুজ্জামান ছেলেসহ সাবেক সংসদ-সদস্য হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। উপসহকারী পরিচালক মো. নাজির আকন্দ নাকিব ডাক বিভাগের শুধাংশু শেখর ভদ্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। সহকারী পরিচালক মো. জিন্নাতুল ইসলাম স্ত্রী-ছেলেসহ সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আর উপ-পরিচালক মো. সাইদুজ্জামান স্ত্রীসহ সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

সাবেক সেনাপ্রধান আজিজের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন ব্যাংক ও হন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা ও বাড়ি ক্রয়ের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট আজিজ ও তার স্ত্রী দেশত্যাগের চেষ্টায় লিপ্ত রয়েছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম