সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যাংক হিসাব স্থগিত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সিকদার গ্রুপের রন হক সিকদার, রিক হক সিকদারসহ সিকদার পরিবারের আরও অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে আলাদা চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, দুই মেয়ে নুরীন তাসমিয়া সিদ্দিক ও বুশরা সিদ্দিকের নামে পরিচালিত ব্যক্তি হিসাব এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত থাকবে। তাদের নামে কোনো লকার থাকলে তার সেবাও ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়। তবে আইন অনুযায়ী এই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
চিঠিতে তাদের সব ব্যাংক হিসাবের সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি তথ্য বিএফআইইউর কাছে পাঠাতে বলা হয়েছে।
অপর এক চিঠিতে সিকদার গ্রুপের রন হক সিকদার, রিক হক সিকদারসহ সিকদার পরিবারের আরও অনেকের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। সিকদার পরিবারের অন্য যেসব সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তারা হলেন-মনোয়ারা হক সিকদার, মমতাজুল হক সিকদার, নাসিম সিকদার, পারভিন হক সিকদার, সালাহউদ্দিন খান, মনিকা খান সিকদার, জেফরী খান সিকদার, মেন্ডি খান সিকদার, লিসা ফাতেমা হক সিকদার, দিপু হক সিকদার, শন হক সিকদার ও জন হক সিকদার। চিঠিতে বলা হয়, ওই সব ব্যক্তি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার পাশাপাশি তাদের নামে ব্যাংকের লকার থাকলেও সেগুলোর সেবাও বন্ধ থাকবে। এছাড়া তাদের নামে পরিচালিত হিসাবের সব তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
