Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সংবিধান ও নির্বাচন সংস্কার কমিশনের বৈঠক

দ্বিকক্ষ সংসদ পদ্ধতি প্রবর্তন নিয়ে আলোচনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিদ্যমান সংসদ ব্যবস্থার পরিবর্তে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা প্রবর্তনের বিষয়ে আলোচনা করেছেন সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ের দুই কমিশনের প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া একাধিক সদস্য এ তথ্য জানান। তারা বলেন, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা হলে নির্বাচনের বিদ্যমান পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। দুই কমিশনের সদস্যরা সমন্বয় করে সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হয়েছেন।

দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা হলো এমন একটি আইনসভা যা দুটি পৃথক কক্ষ নিয়ে গঠিত। যেখানে একটি কক্ষকে ‘উচ্চকক্ষ’ এবং অন্যটিকে ‘নিম্নকক্ষ’ হিসাবে বিবেচনা করা হয়। মূলত এই ধরনের আইনসভায় আইন প্রণয়নে সমান ক্ষমতার ভারসাম্য বা ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ করা হয়। এই ধরনের আইনসভায় নিম্নকক্ষের সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত হন এবং তাদের আইন প্রণয়নের ক্ষমতা থাকে, তবে সেই আইন কার্যকর করতে উচ্চকক্ষের অনুমোদন প্রয়োজন হয়। এভাবে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা চালু থাকলে নিম্নকক্ষ তাদের নিজেদের স্বার্থে বা স্বৈরাচারী উদ্দেশ্যে কোনো ইচ্ছামতো আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারবে না। সূত্র জানায়, প্রথম বৈঠকে দুই পক্ষই তাদের কাজের অগ্রগতি তুলে ধরে। বিশেষত সংবিধানে নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে আলোচনা করা হয়। এক পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এ পদে সরাসরি ভোটগ্রহণ হবে নাকি বিদ্যমান পদ্ধতি বহাল থাকবে-তা নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশন নিয়োগ আইন নিয়েও আলোচনা হয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠান-জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ আইনে নির্বাচনের বিষয়ে ভিন্নতা থাকার কথা জানিয়ে সব আইনে একই ধরনের পদ্ধতি চালুর বিষয়ে আলোচনা হয়েছে। সংবিধান সংস্কার কমিশন সভায় জানিয়েছে, তারা সংবিধানকে আরও স্মার্ট ও ছোট করার পক্ষে। এছাড়া বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণের চিন্তাভাবনা করছেন।

সভায় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ ও কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ এবং মো. মুসতাইন বিল্লাহ অংশগ্রহণ করেন। অপরদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষে এর প্রধান ড. বদিউল আলম মজুমদার, কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ, জেসমিন টুলী, ড. মো. আব্দুল আলীম, ডা. জাহেদ উর রহমান, মীর নাদিয়া নিভিন, ড. মোহাম্মদ সাদেক ফেরদৌস এবং সাদিক আল আরমান অংশগ্রহণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম