Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

শিয়া মসজিদ এলাকায় যুবককে কুপিয়ে হত্যা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর মোহাম্মদপুরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মো. স্বপন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে আদাবর থানাধীন শিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপন ঢাকা উদ্যান এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার তিনটি মেয়ে রয়েছে। তিনি মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা ভূইয়া পরিবহণের একটি বাসের মালিক বলে জানা গেছে। জানা যায়, স্বপনের বাসটির চালক সোহেল গাড়ির একটি চাকা বিক্রি করে দিয়েছে। এই বিষয় নিয়ে স্বপনের সঙ্গে দ্বন্দ্বের জেরে বুধবার সন্ধ্যায় শিয়া মসজিদ এলাকায় স্বপনকে ছুরিকাঘাত করে সোয়েল নামে একজন। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া বলেন, এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম