Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

কালীগঞ্জে গ্লাস কারখানার মালামাল লুট

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুরের কালীগঞ্জে নিরাপত্তা কর্মীদের হত্যার হুমকি, হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে একটি গ্লাস উৎপাদনকারী কারখানায় দৃষ্কৃতকারীরা প্রায় ৩ কোটি টাকার মেশিনারিজ ও মালপত্র লুট করেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস মহাসড়কের ঘোনাপাড়ায় ‘ইউরো বাংলা প্লাস লি.’ এ লুটের ঘটনায় থানায় মামলা করেছেন কারখানার স্টোর ইনচার্জ আব্দুন নূর চৌধুরী (৬২)। কারখানা কর্তৃপক্ষ ও নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত ২০-২৫ সদস্যদের ডাকাতদল কালো কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় কারখানার সামনের দিকের সীমানা প্রাচীরের ওপর দিয়ে ভেতরে ঢুকে পড়ে। তারা ভেতরে ঢোকার পর প্রথমে ছয় নিরাপত্তা কর্মীকে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখায় এবং হত্যার হুমকি দিয়ে জিম্মি করে। পরে মারধর করে তাদের রশি দিয়ে বেঁধে শ্রমিক থাকার কক্ষে আটকে রাখে। ডাকাতদলের অন্য সদস্যরা কারখানার ভেতরে থাকা প্রায় দুই কোটি টাকা মূল্যের টেম্পার মেশিনের প্যানেল বার ও ক্যাবল বক্সসহ বিভিন্ন মালামাল লুট করে। পরে মালামাল ট্রাকে লোড করে ভোর সাড়ে ৪টার? দিকে পালিয়ে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রজিউল্লাহ খান বলেন, ডাকাতির ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ছয় নিরাপত্তা কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে তাদের আবারও ডাকা হতে পারে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম