ভয় দেখিয়ে অর্থ আদায়
কোনাবাড়ী থানার তিন এসআই প্রত্যাহার
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে এক ওষুধ ব্যবসায়ীকে ধরে নিয়ে অস্ত্র ও হত্যা মামলায় গ্রেফতারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সাব ইনস্পেকটরকে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিমের আদেশে তিন এসআই হানিফ, আবুল কাশেম ও উৎপলকে প্রত্যাহার করে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়। পাশাপাশি পুলিশের এডিসি (উত্তর) রবিউল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগের খবর দৈনিক যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে উঠে আসার পর পুলিশের তিন এসআইকে প্রত্যাহারের ঘটনায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যাপক আলোচিত হচ্ছে। কোনাবাড়ী হাউজিং এলাকার হোসেন আলী মুন্সীর ছেলে নুরুল ইসলামের কোনাবাড়ী বাজারে একটি ওষুধের দোকান রয়েছে। নুরুল ইসলামকে ৩ জানুয়ারি দোকান থেকে পুলিশ তুলে থানায় নিয়ে যায়। পরে পাঁচ লাখ টাকা দাবি করলে দেন-দরবার করে দুই লাখ টাকায় সুরাহা হয়। কিন্তু টাকা দেওয়ার পরও তাকে ছেড়ে না দিয়ে মেট্রোপলিটন অধ্যাদেশ আইনে পরদিন ৪ জানুয়ারি সকালে আদালতে পাঠানো হয়। ওই দিনই আদালত তাকে জামিন দেয়।
