বিশ্ববিদ্যালয়ে গায়ে হাত তোলার সংস্কৃতি বন্ধ করতে হবে: মিজানুর রহমান আজহারী
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের গায়ে হাত তোলার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারী। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ওই পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এক ছাত্র অন্য ছাত্রকে টর্চার করার, গায়ে হাত তোলার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে। ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গন থেকে বিলোপ সাধন হোক সব অরাজকতা। যে হাত কলম ধরে, সে হাতে স্পর্শ না লাগুক অস্ত্রের।’
শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে দেওয়া ওই পোস্টে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। পাশাপাশি ১৬ হাজারের বেশি অ্যাকাউন্ট থেকে পোস্টটির মন্তব্যের ঘরে মন্তব্য করা হয়েছে।
সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ছাত্র রাজনীতির বিষয়টি। ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে ছাত্র রাজনীতি বন্ধের দাবিও উঠেছে।
