Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

মুন্সীগঞ্জ-১ আসন

আ’লীগ নেতা নুরুল আলমের গণসংযোগ

Icon

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নৌকার বিজয়ের লক্ষ্যে মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রেসিডেন্ট নুরুল আলম চৌধুরী বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। মঙ্গলবার দিনব্যাপী সিরাজদিখান উপজেলার লতিব্দী ও বালুচড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণসহ ওই দুই ইউনিয়নের চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন ও আবু বক্কর সিদ্দিকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। রাতে শ্রীনগর উপজেলার ষোলোঘর বাসস্ট্যান্ড, কাজীবাড়ি ও ষোলোঘর বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লী?গের সদস্য ইদ্রীস আলী মিয়া, সাবেক সম্পাদক আশ্রাফ আলী, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, ষোলোঘর ইউনিয়ন যুবলীগের সম্পাদক কাজী উজ্জল, শেখ মো. কাইউম, শেখ দুলাল, খাইরুল ইসলাম, যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হালিম খান সুমন ও আনীল আহমেদ, ওয়াহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা সজল, পাপ্পু, জয় প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম